খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ অগাস্ট, বেজিংঃ রবিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। এর জেরেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চিন। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ভোর ৩টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে চিনের দেঝৌ প্রদেশে। রাজধানী বেইজিংয়ের ৩০০ কিলোমিটার দূরের এই শহরে মাঝরাতে কাঁপুনি শুরু হয়। কম্পন অনুভূত হতেই বাড়ি ছেড়ে মাঝ রাস্তায় জড়ো হন হাজার হাজার মানুষ। তার মধ্যেই ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। দেওয়াল থেকে ইট খুলে পড়তে থাকে।
সূত্রের খবর, ভূমিকম্পের জেরে দেঝৌয়ের শতাধিক বাড়ি ভেঙে পড়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। হতাহতের খবর এখনও মেলেনি।
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর কম্পন কমে।