খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, নয়াদিল্লি, ২ ডিসেম্বরঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর শনিবার ফিলিপিন্সের মিন্দানাওয়ে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। মাটি থেকে ৬৩ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল।
কম্পনের পরেই জারি হয় সুনামি সতর্কতা। মধ্যরাতের আগেই সুনামির প্রথম ঢেউ আসার আশঙ্কা রয়েছে। তা চলতে পারে বেশ কয়েক ঘণ্টা। হঠাৎ মাটি কেঁপে ওঠায় অনেকেই প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান। ছোটাছুটি শুরু করে দেন। বেশ কয়েকটি বাড়িতে তীব্র ফাটল দেখা দিয়েছে। বেশ কয়েকটি রাস্তা ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
এরই মধ্যে সুনামির সতর্কবার্তা জারি হওয়ায় আতঙ্কিত সেখানকার মানুষজন। গত মাসেই রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পনে দক্ষিণ ফিলিপিন্সে আট জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১৩ জন নাগরিক। ভেঙে পড়েছিল ৫০টি বাড়ি।