নন্দকুমারের গোলে সাড়ে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের

54

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, কলকাতাঃ কলকাতা ডার্বিতে অবশেষে জিতল ইস্টবেঙ্গল। শনিবার ডুরান্ড কাপে যুবভারতী ক্রীড়াঙ্গনে নন্দকুমারের একমাত্র গোলে মোহনবাগানকে হারিয়ে দিল তারা। ২০১৯ সালের ২৭ জানুয়ারির পর প্রথমবার কলকাতা ডার্বি জিতল ইস্টবেঙ্গল।

মাঝে কেটে গেছে অনেকগুলো ডার্বির যার মধ্যে আটটাই জিতেছিল মোহনবাগান। এদিনের ম্যাচে একটি মাত্র গোল হয়। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় নন্দকুমারের গোল জড়িয়ে যায় মোহনবাগানের জালে। সেই গোল আর শোধ দিতে পারেননি সবুজ মেরুন বিগ্রেড। এই প্রথম কলকাতা ডার্বি খেললেন নন্দকুমার। অভিষেক ডার্বিতেই নায়ক হয়ে গেলেন তিনি।

মোহনবাগানের দল ছিল তারকাখচিত। বিশ্বকাপার জেসন কামিংসকে এনে চমক দিয়েছিল তারা। এছাড়াও দলে ছিলেন অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার ছিলেন। ইস্টবেঙ্গলেরও পাল্লা ভারী ছিল। যদিও দলটা নতুন। এমনকী কোচও নতুন। কিন্তু এদিনের ম্যাচে শুরু থেকে ইস্টবেঙ্গলকে পাওয়া গেছে সেই পুরনো মেজাজে।

ম্যাচের শুরু থেকে আক্রমণ ছিল মোহনবাগানের। ইস্টবেঙ্গল খেলছিল ধীরগতিতে। অবশ্য প্রথম সুযোগটা পেয়েছিল মোহনবাগানই। বাঁ প্রান্ত থেকে উঠে এসেছিলেন লিস্টন কোলাসো। তিনি পাস বাড়ান আর্মান্দো সাদিকুকে। চলতি বলে সাদিকুর শট বার পোস্টের বেশ কিছুটা ওপর দিয়ে চলে যায়।

এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। ম্যাচ শেষের তখন মিনিট কয়েক বাকি। যুবভারতী জুড়ে নামল বৃষ্টি। তার মধ্যেই একটানা আক্রমণ করে গেলেও সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। বৃষ্টিভেজা যুবভারতীতে এই জয়ে চওড়া হাসি লাল-হলুদ সমর্থকদের মুখে।