ষষ্ঠ দফার আগে কমিশনের নির্দেশে ফের অপসারিত অতিরিক্ত জেলাশাসক, নির্বাচনী আধিকারিক

46

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ মে, কলকাতা: ষষ্ঠ দফার আগে ফের উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসককে (বসিরহাট) পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে পদ থেকে সরানো হয়েছে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিককেও।  তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না।

দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ছিলেন আইএএস অফিসার রশ্মি কমল। এছাড়া অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) পদে থাকা আইএএস অফিসার দিব্যা লোঙ্গানাথনকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। ঠিক কী কারণে তাঁদের পদ থেকে সরানো হল তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুজনের কেউই ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। উল্লেখ্য, নির্বাচনী নির্ঘণ্ট জারি হতেই একের পর এক অনেক আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। রাজ্য পুলিশের ডিজিকেও সরানো হয়েছিল। সম্প্রতি সরানো হয়েছে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিককে।