খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, কলকাতা:
নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে শুক্রবার ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপরেও মিলল না স্বস্তি। ৫ জুলাই তাঁকে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদে মেলেনি সন্তোষজনক উত্তর। তাই ফের তলব করা হয়েছে। গতকাল সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে একটানা জিজ্ঞাসাবাদ করা হয় যুব তৃণমূলের সভানেত্রীকে। সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাকে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। আমি সেগুলো জমা দিয়েছি। আশা করছি, ওঁরা সন্তুষ্ট। ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আমি এখানে প্রায় ১১ ঘণ্টা ছিলাম আজকে। আবার ডাকলে আবার আসব। আমাকে ওঁরা আবার ডাকবেন বলে জানিয়েছেন। সারা দিন থাকতে বললে থাকব।’
ইডি সূত্রে খবর, গতকাল সায়নীকে তাঁর বিভিন্ন সম্পত্তি এবং আয়ের উৎস নিয়েও প্রশ্ন করা হয়৷ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে গতকাল উপস্থিত ছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারেরা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও জিজ্ঞাসাবাদ পর্বে ছিলেন বলে জানা গিয়েছে। রেকর্ড করা হয় সায়নীর বয়ান।