খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কলকাতা: কয়লা পাচার মামলায় ফের রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডি’র হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়েছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু মোট ১১ বার ইডির তলব এড়িয়েছেন মন্ত্রী।
গত মাসেও ২০ ও ২৬ জুন তলব করা হয় মলয় ঘটককে। সেই সময় তিনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে, পঞ্চায়েত ভোট মিটলে তিনি হাজিরা দেবেন। সেইমতো ফের তাঁকে তলব করা হয়েছে। পঞ্চায়েত ভোটও মিটে গিয়েছে। এবার তিনি কী করেন সেটাই দেখার। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।