খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার তাঁকে ইডির তরফে নোটিশ পাঠিয়ে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর বলে ইডির দাবি। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যদিও এখনও সায়নী ঘোষের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাই ওইদিন তিনি হাজিরা দেবেন কিনা তাও স্পষ্ট নয়। তবে নোটিশ সায়নী ঘোষের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর ইডি সূত্রে।