খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, কলকাতা: আগামী সোমবার পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি। বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অভিষেকের এফআইআর খারিজের মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরৎ পাঠান। এদিন এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন অভিষেকের আইনজীবী। তখনই বিচারপতি ঘোষ জানান, আগামী সোমবারের আগে অভিষেকের মামলার শুনানি সম্ভব নয়।
মূলত অন্যান্য মামলার কারণে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে বলেই জানান তিনি। এরপরই ইডির আইনজীবী জানান, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের বিরুদ্ধে এফআইআর রুজু করে ইডি। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন তিনি। গত সোমবার পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। ওইদিন মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠলে তা নিয়ে প্রশ্ন তোলে ইডি।
ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটির জেনারেল (এএসজি) এসভি রাজু বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েছে। সেখানে তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে। তাই মামলাটি বিচারপতি সিনহার বেঞ্চেই যাওয়া উচিত।’ ইডির আপত্তি থাকলেও, গতকাল মামলাটি ফিরে আসে বিচারপতি ঘোষের এজলাসে।