নিট ইস্যুতে উত্তাল সংসদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বিরোধীরা

44

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, নয়াদিল্লি: সোমবার বাদল অধিবেশনের শুরুতে নিট ইস্যুতে উত্তাল হল সংসদ। অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হন বিরোধীরা। এদিন ‘লোকসভার প্রশ্নোত্তর পর্ব’ শুরু হতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়,  ‘২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে, তার দায় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কি ইস্তফা দেবেন?’

রাহুল গান্ধির মন্তব্য, ‘দেশে পরীক্ষা ব্যবস্থায় বড়সড় গোলমাল রয়েছে। শুধুমাত্র নিট নয়, সমস্ত বড় পরীক্ষাতেই সমস্যা রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সকলকে দোষ দিচ্ছেন। অথচ নিজের দোষ দেখতে পাচ্ছেন না। উনি হয়তো বুঝতেও পারছেন না, কী ঘটছে।’ ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। এখনও প্রমাণিত হয়নি। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিরোধী দলনেতার এই মন্তব্য দুর্ভাগ্যজনক। সিবিআই তদন্ত করছে। দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে। গত সাত বছরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ নেই।’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে অখিলেশ বলেন, নিট কেলেঙ্কারি যা জানা গিয়েছে তাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রতি অবিচার করা হয়। তিনি অবিলম্বে পদত্যাগ করুন। জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন, উত্তর প্রদেশে আপনারা ক্ষমতায় থাকার সময় কতবার প্রশ্ন ফাঁস হয়েছে, সেই হিসাবটা বলুন। ধর্মেন্দ্র আরও বলেন, ‘‘আমি এখানে এসেছি আমার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছায়। তাই দায়িত্ব নেওয়ার প্রশ্ন যখন আসবে, আমার সরকার একজোট হয়ে তার উত্তর দিতে বাধ্য।’’

ধর্মেন্দ্রের এই জবাবেরই সমালোচনা করেন রাহুল। এ-ও বলেন, ‘‘দেশের কোটি কোটি মানুষ জানেন, পয়সা থাকলে ভারতের পরীক্ষার ব্যবস্থাটাকেই কিনে নেওয়া যায়। বিরোধীরাও তা-ই মনে করে।’’ বিরোধীরা এই মন্তব্যে লোকসভায় ‘শেম শেম’ বলে চিৎকার শুরু করে।

পরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ‘‘এই সরকার প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড করবে।’’ বিরোধীদের চিৎকারে ক্ষুব্ধ ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, ‘‘চিৎকার করলেই অসত্য সত্য হয়ে যাবে না। বিরোধী দলনেতা যে ভাবে দেশের পরীক্ষা ব্যবস্থার নিন্দা করছেন, তা নিন্দনীয়।’’