খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন: মিশরের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁকে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে সম্মানিত করলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি। দু’দিনের মিশর সফরে শনিবারই কায়রো পৌঁছেছেন মোদি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান সে দেশের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাওলি।
রবিবার মোদির সঙ্গে সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসির। আল-সিসির প্রাসাদেই দু’জন মিলিত হন। সেখানেই তাঁকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান করেন আল-সিসি। তার পর দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়। প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী। গত ২৬ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে গিয়েছেন। ভারতের সঙ্গে একাধিক মউও সই করেন মিশরের প্রেসিডেন্ট। তারপরেই মোদির হাতে তুলে দেওয়া হয় সেদেশের সর্বোচ্চ সম্মান। ‘অর্ডার অফ দ্য নাইল’এর মেডেল পরিয়ে দেওয়া হয় মোদির গলায়। করমর্দন করে মোদিকে অভিনন্দন জানান মিশরের প্রেসিডেন্ট।
রবিবার সকালেই মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত আল হাকিম মসজিদে যান প্রধানমন্ত্রী। গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। এছাড়াও হেলিপলিস ওয়ার সিমেট্রিতেও যান মোদি। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।