খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, প্যারিসঃ প্যারিসের আইফেল টাওয়ারে বোমাতঙ্ক। বোমায় উঢ়িয়ে দেওয়ার হুমকি ফোন গিয়েছিল প্রশাসনের কাছে। হুমকি পেয়েই শনিবার ফাঁকা করে দেওয়া হয় আইফেল টাওয়ার চত্বর। তড়িঘড়ি করে টাওয়ারে থাকা সমস্ত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় সেটি।
জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ আইফেল টাওয়ারকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ফোন আসে ফরাসি পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় এলাকা। খবর পেয়েই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছয়।
তারা ভিডিয়োর মাধ্যমে নজরদারি শুরু করে। ওই এলাকায় তল্লাশি চালান নিরাপত্তা আধিকারিকেরা। টাওয়ার সংলগ্ন যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তবে এখনও পর্যন্ত বোমা কিংবা বিস্ফোরক কোনও বস্তু উদ্ধার হয়নি। তবু বোমার হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছে ফ্রান্সের প্রশাসন। বোমা আতঙ্ক ছড়াতেই হুড়োহুড়ি শুরু হয় পর্যটকদের মধ্যে। ঘটনায় কারা জড়িত, কোথা থেকে হুমকি এসেছে, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।