খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা জুড়ে জোর কদমে চলছে প্রচার। পিছিয়ে নেই শাসকদল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতাকর্মীরাও। জেলায় মোট সাতজন প্রাথমিক শিক্ষক এবারে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েতেও প্রার্থী হয়েছেন বেশ কিছু প্রাথমিক শিক্ষক বলে জানা গেছে।
জেলার সর্বত্র প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা বুথ স্তরে এবং অঞ্চল স্তরে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় আলাদাভাবে শিক্ষক সংগঠনের ব্যানারে দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
রবিবার ছুটির দিনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, জলপাইগুড়ির পক্ষ থেকে জেলার শিক্ষক নেতা স্বপন বসাক ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরলেন।
উল্লেখ্য ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত সাপটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৬/১৯৩ নম্বর বুথে পঁচিশ বছর আগে ১৯৯৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পরে সিপিএমের নির্বাচন পরবর্তী হিংসার শিকার হয়েছিল স্বপনবাবুর পরিবার।এমনকি জীবন সংশয় হতে পারে এমন আশঙ্কায় রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। রবিবার সাপ্টিবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে সেই পঁচিশ বছর আগেকার পুরনো স্মৃতি উসকে দিয়ে প্রচারে অন্য মাত্রা যোগ করলেন স্বপনবাবু।