খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর, নয়াদিল্লিঃ রাজস্থান-ছত্তিশগড়ে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে চলেছে গেরুয়া শিবির। ফলে তিন রাজ্যেই মোদি ম্যাজিকে ফিকে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে এই ফল নিঃসন্দেহে বিজেপি ও তার সহযোগিদের বাড়তি অক্সিজেন যোগাবে।
মধ্যপ্রদেশে ২৩০ আসনে সরকার গড়তে দরকার ১১৬ আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিজেপি এগিয়ে ১৫৫ আসনে। কংগ্রেস এগিয়ে ৭০টিতে, বিএসপি ৩ ও অন্যান্য এগিয়ে ১টি আসনে। রাজস্থানে ২০০ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ১০১টি আসন। বিজেপি ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ১১৫টি আসনে, কংগ্রেস ৬৫ ও বিএসপি ২টি আসনে অন্যান্যরা ১৭টি আসনে। এই রাজ্যেও হারের মুখে অশোক গহলৌতের সরকার।
ছত্তিশগড়েও হারের মুখে কংগ্রেস। মোট ৯০ আসনের মধ্যে সরকার গড়তে যেখানে ৪৬ আসন দরকার সেখানে বিজেপি ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ৫১ আসনে। কংগ্রেস এগিয়ে ৩৭টি আসনে। বিএসপি শূন্য ও অন্যান্য ২টি আসনে জিততে চলেছে। শুধুমাত্র তেলেঙ্গানায় কংগ্রেসের ফল ভাল হওয়ার ইঙ্গিত মিলছে। ফলাফল স্পষ্ট হতেই রাস্তাতেই ঢাকঢোল বাজিয়ে, মিষ্টিমুখ করে উদযাপনে মেতে উঠেছেন বিজেপির সমর্থকরা।
রবিবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে দেশের চার রাজ্যে। মিজোরামে ভোট গণনা হয়নি।এই পাঁচ রাজ্যের ভোটকে অনেকেই ২০২৪ লোকসভার সেমিফাইনাল হিসাবে ধরে নিচ্ছিলেন। সেই সেমিফাইনালে যেভাবে মোদি ঝড় উঠল, তাতে লোকসভার আগে বিরোধী শিবিরের চিন্তা বাড়বে, তাতে সন্দেহ নেই।