মালদা, ২৯ নভেম্বরঃ আবাস যোজনা থেকে বঞ্চিত যোগ্য প্রার্থীরা। রাজ্যের একের পর এক গ্রাম পঞ্চায়েতে এই একই অভিযোগ উঠে আসছে। এবার তাতে সামিল হলো মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েত।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, যারা যোগ্য তাদের নাম নেই অযোগ্য লোকেদের তালিকা বানানো হয়েছে। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে। সার্ভে করে যাওয়ার পরও যোগ্য প্রার্থীদের অনেকেরই নাম তালিকায় আসেনি। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।
বিজেপি দক্ষিণ মালদা সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরির অভিযোগ মোটা টাকার বিনিময়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এই তালিকা তৈরি করেছে। যারা টাকা দেয়নি তাদের নাম বাতিল করা হয়েছে। অবিলম্বে এর তদন্তের দাবি করেছেন তিনি।
গোটা ঘটনা নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বা অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন নির্দিষ্ট অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় করুক। অভিযোগ সঠিক থাকলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।