কোচবিহার, ৪ সেপ্টেম্বরঃ আজ বেলতলা ইউনিটের খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল এবছরের শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা।এদিন সকাল ১০:৩০ মিনিট নাগাদ খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল তাদের ৬৪ তম শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা।এ বছরে তাদের থিম রাজা বিক্রমাদিত্যের বিক্রম বেতাল।এবছর তাদের পূজোর বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। প্রতিবছরের মত এ বছর ও তাদের পুজোয় যথেষ্ট দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাবে বলে আশাবাদী তারা।
এদিনের এই খুঁটিপুজো শুভ উদ্বোধন করেন কোচবিহারের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দে ভৌমিক।এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার সকল নাগরিকেরা। বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দে ভৌমিক বলেন, এই বেলতলা ইউনিটের এবার ৬৪ তম দুর্গোৎসব। এখানে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এই পূজা করা হচ্ছে। যেহুতু পূজাতে কলেজ বন্ধ থাকে।
এই বছর এখানকার থিম বিক্রম বেতাল। যা দেখতে আসলে শিশুদের মনোহর পরিবেশ তৈরি হবে। এই বছর কোচবিহারে ১ নং ও ২ নং কালীঘাটের প্রত্যেকটি পূজা সুন্দর খুব ভালো। বিশেষ বিশেষ থিম তৈরি করা হয়েছে। সকলের সাদর আমন্ত্রন রইল এখানে পূজা দেখতে আসার জন্য।