খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই: ভারতীয় সেনার বড় সাফল্য অবশেষে নিকেশ করা হল পাহেলগাঁও-তে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার মূলচক্রী হাসিম মুসা-কে। সোমবার ভোরে শ্রীনগর শহর থেকে প্রায় ২০ কিমি দূরে ডাচিগাম লাগোয়া হারওয়ান এলাকার গভীর জঙ্গলে বিশেষ অভিযানে তাকে হত্যা করে Indian Army-র স্পেশাল ফোর্স।
চিনার কর্পস তাদের X (সাবেক Twitter) অ্যাকাউন্টে জানায়, “তীব্র গুলির লড়াইয়ে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। অভিযান এখনও চলছে।”
সূত্রের খবর, পাহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছিল। হামলার পর গোয়েন্দা বিভাগ দীর্ঘ এক মাস ধরে দফায় দফায় তথ্য সংগ্রহ করে জানতে পারে, অভিযুক্ত জঙ্গি দলটি ডাচিগাম অঞ্চলে গা-ঢাকা দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এলাকাজুড়ে চালানো হয় বিশেষ নজরদারি।
অবশেষে সোমবার ভোররাতে শুরু হয় চূড়ান্ত অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টার গুলির লড়াইয়ে সেনা বাহিনীর হাতে নিকেশ হয় তিন জঙ্গি। এদের মধ্যে অন্যতম ছিল হাসিম মুসা,যে সীমান্তবর্তী জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে ধারণা গোয়েন্দাদের।
সেনার এই সাফল্যে কাশ্মীর উপত্যকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “অভিযান এখনও চলছে, কারণ আশঙ্কা রয়েছে আরও জঙ্গিরা ওই জঙ্গলে লুকিয়ে থাকতে পারে।”পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযানে হাসিম মুসার নিকেশ হওয়া কেবল সেনার জন্য বড় জয় নয়, বরং উপত্যকায় স্বাভাবিকতা ফেরানোর পথেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




