ইংরেজি মাধ্যম স্কুলে নেই শিক্ষিকা, প্রতিবাদে মালদার স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

0
20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, মালদা: নামেই ইংরেজি মাধ্যম স্কুল। কিন্তু, ইংরেজি পঠন-পাঠনের কোনও শিক্ষিকা নেই। মালদার ঐতিহ্যবাহী বার্লো গার্লস হাইস্কুলে ইংরেজি মাধ্যমে মেয়েদের ভর্তি করে মাথায় হাত অভিভাবকদের। প্রতিবাদে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষিকাদের ঘরে ঢুকতে বাধা।

প্রসঙ্গত, দেড়শো বছরের প্রাচীন এই স্কুলের বাংলা মাধ্যম রাজ্যের অন্যতম সেরা বলে পরিচিত। পাশাপাশি ২০১৮ সালে এই স্কুলে ইংরেজী মাধ্যম পঠন-পাঠন শুরু হয়। ভর্তিও হয় শতাধিক ছাত্রী। অভিযোগ, ইংরেজি মাধ্যমের শিক্ষক না থাকায় বাংলা মাধ্যমের পড়ুয়াদের সঙ্গে একইসঙ্গে ক্লাস করানো হচ্ছে ইংরেজি মাধ্যমের।

প্রথমে সাময়িক সমস্যা ভেবে সমস্যা সত্বেও বিষয়টি মেনে নেন অভিভাবকরা। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষক না আসায় এখন দেখা দিয়েছে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সংকট। ইংরেজি মাধ্যমে ভর্তি হয়েছেন অথচ বাংলা মাধ্যমে ক্লাস করছেন এমন ‘আজব শিক্ষা ব্যবস্থা’ নিয়ে বিক্ষোভ দানা বেঁধেছে অভিভাবক মহলে।

অভিভাবকদের অভিযোগ, আগে কিছুদিন স্কুলের তরফে ভলান্টিয়ার শিক্ষিকা নিয়োগ করে পঠন পাঠন চালু রাখা হয়েছিল। এখন সেসব বন্ধ। উল্টে স্কুল থেকেই ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের অন্যত্র ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে, এমনটাও অভিযোগ।

বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় স্কুলে। পরে পুলিশ পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্হা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here