খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, নয়াদিল্লি: নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের ফাইনালে চলে গেল ইংল্যান্ড। এ বার তাদের সামনে স্পেন। জাভি সিমন্স নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেও হ্যারি কেন এবং অলি ওয়াটকিন্সের গোলে জিতল ইংল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে সিমন্সের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
মাঝমাঠে রাইসের থেকে বল কেড়ে নিয়ে বক্সের মুখ থেকে ডান পায়ের দূরপাল্লার শটে বিশ্বমানের গোল। ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডের হাত ছুঁয়ে গোলে ঢুকে যায়। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ১৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান হ্যারি কেন।
সমতা ফেরানোর পর রুদ্রমূর্তি ধারণ করে ইংল্যান্ডের ফুটবলাররা। বিশেষ করে ফোডেন এবং বেলিংহ্যাম। যার ফলে পুরোপুরি কোণঠাসা হয়ে যায় ডাচরা। বেশ কিছু সুযোগ আসলেও গোল করতে ব্যর্থ হন দুই দলই। দ্বিতীয়ার্ধে যখন উত্তেজনাহীন ফুটবল হচ্ছে, তখনই সাহসী পদক্ষেপ সাউথগেটের।
ম্যাচের ৮০ মিনিটে জোড়া পরিবর্তন। হ্যারি কেনকে তুলে নিয়ে নামালেন অলি ওয়াটকিন্সকে। কোল পামার এলেন ফিল ফোডেনের জায়গায়। ৯০ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণ। পালমারের কাছ থেকে বল পেয়ে ওয়াটকিন্সের দুর্দান্ত ফিনিশ। তাঁর পা-ই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
তৃতীয়বার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। ইউরোয় পরপর দু’বার। ২০২০ সালের পর ২০২৪। দীর্ঘ বছর পর রবিবার বার্লিনে ট্রফির সন্ধানে নামবে গ্যারেথ সাউথগেটের দল। প্রসঙ্গত, প্রথম সেমিতে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। তুখোর ফর্মে থাকা লামিন ইয়ামাল, ওলমোদের বিপক্ষে কাজটা মোটেই সহজ হবে না ইংল্যান্ড দলের, তা বলাই বাহুল্য।