পূর্ব বর্ধমান, ৭ ডিসেম্বরঃ আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না প্রধান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার,বর্ধমান ১ ব্লকের অন্তর্গত রায়ান ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা যায়, রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ টিনের চাল দেওয়া তার বাড়ি, রয়েছে মাটিরও বাড়ি। বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিকবাবু। তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হন বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর।বর্তমানে তিনি পঞ্চায়েত প্রধান, একজন জন প্রতিনিধি তাই আবাস যোজনার সেই ঘর কোন দরিদ্র মানুষ পাক চাইছেন কার্তিক বাবু।
বুধবার সাংবাদিক বৈঠক করে প্রধান কার্তিক বাগ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন গরিব মানুষের পাশে থাকতে, এবং তার পরিবারও চায় গরিবের পাশে দাঁড়ান তিনি। বর্তমানে এখনো বাড়িতে মাটির বাড়ি রয়েছে কার্তিক বাগের।টিনের ছাউনি দেয়া রয়েছে তার বাড়ি। যেহেতু তিনি পঞ্চায়েত প্রধান তাই তিনি চাইছেন, তার স্ত্রীর নামে যে বাড়িটা এসেছে সেই বাড়িটি গ্রামের অন্য কোন গরিব মানুষ পাক যে ঘর পাওয়ার উপযুক্ত।