নাককাঠি গাছ গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনায় নীরব প্রশাসন,সিআইডি তদন্তের দাবি প্রাক্তন প্রধানের

97

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত নাককাঠি গাছ গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনায় নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর,এই জালিয়াতি চক্রের শিকড় রয়েছে অনেক গভীর পর্যন্ত। দিনহাটা কাণ্ডে যেখানে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায় এক্ষেত্রে ঠিক বিপরীত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের। দিনহাটা কান্ডে যেমন অভিযুক্তদের তড়িঘড়ি ডেকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে প্রশাসনের ভূমিকা তেমন নেই, যে জায়গায় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক,প্রাক্তন প্রধানের সই জাল করার মত মারাত্মক অভিযোগ উঠেছে।

নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনায় নয়া মোড়, বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন প্রধান শচীন্দ্রনাথ বর্মন জানান, তার স্বাক্ষর জাল করা হয়েছে, গোটা ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। তার দাবি,গোটা ঘটনার পেছনে কারা রয়েছে,তার পূর্ণাঙ্গ সিআইডি তদন্তের দাবি করলেন।

তিনি আরও জানান,শেষ পর্যন্ত যতদূর যেতে হয় তিনি যাবেন এর পেছনে যারা রয়েছে তাদের তিনি কোনোভাবেই প্রশ্রয় দেবেন না।

যদিও গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান কোহিনুর খাতুন জানান,আমাদের অগোচরে পুরো বিষয়টি হয়েছে। সংবাদমাধ্যমে জানতে পেরে নিশ্চিত হই যে গ্রাম পঞ্চায়েতের সিল এবং সই জাল করা হয়েছে।