খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৩ জানুয়ারি, কলকাতা: সঙ্গীত জগতে দুঃসংবাদ। বাংলা ব্যান্ড ফসিল্স-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার তাঁর দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ফসিলস ছাড়াও ‘গোলক’, ‘জ়ম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
রবিবার সন্ধ্যায় ৪৮ বছরের বাদ্যযন্ত্রশিল্পীর দেহ উদ্ধার হয়। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন শিল্পীর বাবা-মা। সেই সময়ই ঘটে অঘটন। বর্তমানে শিল্পী যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। উল্লেখ্য, ২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর ফসিল্সের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। পরবর্তীতে নিজের দল গড়েন। বর্তমানে তিনি ‘গোলকে’র সদস্য ছিলেন। ২০১৮ সালে স্বাস্থ্য সংক্রান্ত কারণের জন্যই নাকি ফসিলস ছাড়েন চন্দ্রমৌলি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি।
গত কয়েক বছর ধরেই হাতে তেমন কাজ ছিল না। অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। ডিপ্রেশনের জন্য চলছিল চিকিৎসাও। পুলিশকে তেমনটাই জানিয়েছে,চন্দ্রমৌলির বন্ধু ও পরিজনরা। পুলিশের এক আধিকারিক জানান, চন্দ্রমৌলির ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেখানে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।