খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাইঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নেদারল্যান্ডসের প্রাক্তন গোলরক্ষক এডউইন ফান ডার সার। তাঁর প্রাক্তন ক্লাব অ্যাজাক্স শুক্রবার বিবৃতি দিয়ে এই খবর জানায়। আপাতত পরিস্থিতি স্থিতিশীল হলেও হাসপাতালের ইনসেনটিভ কেয়ারে রাখা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, প্রাক্তন গোলরক্ষক ক্রোয়েশিয়ার এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। তখনই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিস্কে রক্তক্ষরণের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি ডাচ গোলরক্ষক। আপাতত তিনি স্হিতিশীল রয়েছেন বলেই খবর।
চলতি বছরের মে মাসে অ্যাজাক্সের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফান ডার সার। অ্যাজাক্সের হয়ে ১৯৯০–১৯৯৯ পর্যন্ত খেলেছিলেন তিনি। ১৯৯৫ সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। কয়েক বছর খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেও। ২৬৬ ম্যাচ সেখানে খেলেছিলেন। অবসরের পর ২০১২ সালে অ্যাজাক্সের ডিরেক্টর পদে আসেন তিনি। ২০১৬ সালে হন সিইও। নেদারল্যান্ডসের হয়ে ১৩০ ম্যাচ খেলেছেন তিনি।