ভোর রাতে আগুনে পুড়ে ছাই দামি আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র, চাঞ্চল্য

62

ক্রান্তি, ২০ জানুয়ারিঃ ভোর রাতে আগুনে জ্বলে ভস্মিভূত হয়ে গেল ঘরের ভিতরে থাকা দামি আসবাবপত্র জরুরী কাগজপত্র সহ শোবার বিছানা। সোমবার ক্রান্তি ব্লকের মহুয়াতলা ঝারমাজ গ্রামের বাসিন্দা আজিনুর হকের শোয়ার ঘরের ভিতরে থাকা বিছানা আসবাবপত্র, বেশ কিছু ঘর সাজানোর দামি জিনিসপত্র আগুনে জ্বলে ভস্মিভূত হয়ে গেল। শুধু বাইকটাকে কোনরকমে বাঁচানো গেছে বাকি সব জিনিসপত্র আগুনে জ্বলে ছারখার হয়ে যায়। এদিনের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

এদিন এবিষয়ে আজিনুর ইসলাম জানান,ভোর পৌনে চারটা নাগাদ আমার ভাই কাজে যাওয়ার জন্য মোবাইলে এলার্ম দিয়ে রাখে আর সে সময়ে ছোট ভাই আমাদের ঘরের ভিতরে থেকে আগুনের ধোঁয়া বেরতে দেখেন। তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তৎক্ষণাৎ গ্রামবাসীদের সহযোগিতায় যে যেভাবে পেরেছে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। আমার মনে হয় কেউ ঘরের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ ঘরের ভিতরে কোন রকমের বৈদ্যুতিক সংযোগ ছিল না

তিনি আরও জানান,প্রায় ২ লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে জ্বলে ভাস্নীভূত হয়ে গেল। এদিকে ঘটনার কথা জানানো হয় ক্রান্তি থানায় এবং পুলিশ সকালবেলা এসে পুরো ঘটনার তদন্ত করে গেছেন বলে আজিনুর ইসলাম জানান।