খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, কলকাতা: এবার জাল ওষুধ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর অভিযোগ, রাজ্যে রমরমিয়ে চলছে অসাধু ওষুধ চক্র। শুক্রবার কার্যত তোলপাড় ফেলল রাজ্যপালের এই মন্তব্য।
শুক্রবার, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর ১১তম সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি জানান, রাজভবনে ই-মেল পাঠিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ জানিয়েছেন একজন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, “মেয়াদ উত্তীর্ণ ওষুধ জোগাড় করা হচ্ছে, নতুন করে লেবেল লাগানো হচ্ছে, তারপর তা কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। নতুন লেবেল লাগানাোয় ওষুধের ‘এক্সপায়ারি’ ডেটও বদলে যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের, কোটি কোটি টাকার ব্যবসা চলছে। তারপর নতুন ওষুধ হিসেবে আবার বাজারে ছাড়া হচ্ছে। যদি এই অভিযোগ সত্যি হয়, এই অপরাধের জন্য ফাঁসি হওয়া উচিত।” এই অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।
রাজ্যপালের এই দাবির পর তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে সিপিএম, বিজেপি। তাদের অভিযোগ, গোটা রাজ্যে অসাধু কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। এই প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, “রাজ্যের সব ক্ষেত্রেই দুর্নীতি চলছে। নকল ওষুধ খেয়ে কারও প্রাণসংশয়ও হতে পারে।”
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যও তৃণমূলকে আক্রমণ করে বলেন, “এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। রাজ্যপালকে ধন্যবাদ বিষয়টি আরও এক বার প্রকাশ্যে আনার জন্য। এই সব ক্ষেত্রে সরকারের আরও তৎপর হওয়া উচিত।”
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “রাজ্যপাল চাইলে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন। তা না করে এত গুরুত্বপূর্ণ বিষয়কে ছোট করে একটি অনুষ্ঠানে তিনি এই সব বললেন।” সরকারের তরফে বিষয়টি যাচাই করে দেখা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।