খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কলকাতা: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়। তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তাঁর ‘সুদীপার রান্নাঘর’-এর মাধ্যমে। পরবর্তীকালে সেই নামেই একটি রেস্তোরাঁও খোলেন সুদীপা। রেস্তোরাঁটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। সেই রেস্তরাঁ নিয়েই ঘটেছে এক কাণ্ড।
নানাজনের মাধ্যমেই তাঁর কাছে খবর আসছিল পুরীতে একইরকমভাবে লোগো ডিজাইন করে অভিনেত্রীর ‘সুদীপার রান্নাঘর’ নাম দিয়েই একটি রেস্তোরাঁ চলছে। মঙ্গলবার ফেসবুকে এই অভিযোগ জানিয়ে তিনি একটি সুদীর্ঘ পোস্ট লেখেন। যেখানে তাঁর বক্তব্য পুরীতে তাঁর নামে একটি রেস্তোরাঁ চলছে। যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যে রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। ফলে খুবই বিরক্ত সুদীপা।
তিনি বলেন, ‘পুরীর এই রেস্তোরাঁটির সঙ্গে আমার ও আমার পরিবারের কেউই যুক্ত নয়। এরা বেআইনিভাবে আমার নাম ও আমার পুরোনো রেস্তোরাঁর লোগোও ব্যবহার করছে। ’ এরপরই সুদীপা জানান, কেউ যদি পুরীতে গিয়ে থাকেন তবে যেন ওই হোটেলের কর্ণধারকে বিষয়টি জানান। নয়তো আইনি ব্যবস্থা নিতেই বাধ্য হবেন তিনি।