খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ ডিসেম্বর, কলকাতা: দেখতে দেখতে প্রায় ৪ মাস পেরিয়ে গিয়েছে। এখনও আরজি কর কাণ্ডের সুরাহা না হওয়ায় এবার বিচার চেয়ে ফেসবুকে পেজ খুললেন নির্যাতিতা চিকিৎসকের মা ও বাবা। বিচারের দাবি জানিয়ে সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো বার্তাও। রাজ্য তথা সমগ্র দেশের মানুষকে পাশে থাকার অনুরোধ করেছেন কন্যাহারা দম্পতি।
ফেসবুক পেজটির নাম ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’। এই পেজের ভূমিকায় তাঁরা লিখেছেন, ‘‘আমাদের মেয়ের জন্য বিচার চেয়ে, সত্য জানতে চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আর কোনও পরিবার যাতে এ ভাবে কষ্ট না পায়, তা নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে থাকুন।’’ ওই পেজেই একটি ভিডিয়োবার্তাও দিয়েছেন নির্যাতিতার বাবা-মা।
দেশবাসীকে আহ্বান জানিয়ে তাঁরা বলেছেন, ‘‘চার মাস হয়ে গেল, আমাদের মেয়ের সঙ্গে গত ৯ অগস্ট রাতে কী হয়েছিল, এখনও আমরা জানি না। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল। ওদের তদন্তে আমাদের আস্থা ছিল না। তাই আমরা হাই কোর্টে অন্য এজেন্সির তদন্তের জন্য আবেদন জানাই। এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু তার পরেও চার মাসে কিছু জানা গেল না। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’’
আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতা, রাজ্য ছাড়িয়ে একসময় আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও।বিচার চেয়ে একাধিকবার রাত জাগো আন্দোলনও রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন কমেছে। নির্যাতিতার বাবা-মায়ের কথায়, খুব যন্ত্রণার মধ্যে রয়েছি। তবে আপনারা পাশে থাকলে জানি নিশ্চয়ই বিচার পাব।
এরপরই দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে, আবার বিচারের দাবিতে আন্দোলন তীব্রতর করার আহ্বান জানিয়েছেন তাঁরা। হারানো কন্যার স্মৃতি হিসাবে এই ফেসবুক পেজ রেখে দেওয়ার পরিকল্পনা করেছেন দম্পতি। নির্যাতিতার বাবার কথায়, ‘‘আমার মেয়ের স্মৃতি থেকে যাবে এই পেজে। সিবিআই-ই আমাদের শেষ ভরসা, তাদের উপর ভরসা না রেখে উপায় নেই। আমাদের আর কোথাও যাওয়ার নেই। আন্দোলনের মাধ্যমে সিবিআইকে চাপে রেখে যদি বিচার পাওয়া যায়, সেই চেষ্টাই করছি।’’