প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা মোহন, মাদুরাইয়ের রাস্তায় মিলল দেহ

26

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ অগাস্ট, মাদুরাইঃ প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা মোহন (৬০)। মাদুরাইয়ের থিরুপারঙ্কুন্দ্রমের একটি রাস্তা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গত ৩১ জুলাই তাঁর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় পুলিশ দেহ উদ্ধার করে মাদুরাইয়ের সরকারি হাসপাতালে পাঠায় ময়নাতদন্ত করার জন্য। তারপর পুলিশ সালেমে তাঁর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেয়।

প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতা এবং দীর্ঘ অনাহারের কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটে দিন কাটছিল তাঁর। অভিনয়ের সুযোগ না পেয়ে হন্যে হয়ে চাকরিও খুঁজছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। সালেম জেলায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও আর্থিক দুরবস্থার জন্য চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতেন মোহন।

প্রসঙ্গত, ’৮০ দশকের গোড়া থেকে ’৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তামিল চলচ্চিত্র জগতে একটি পরিচিত নাম হয়ে উঠেছিলেন মোহন। বড় বড় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে। ১৯৮৯ সালে জনপ্রিয় তামিল ছবি ‘অপূর্ব সগোধরারগল’ (যা পরবর্তী কালে হিন্দিতে ‘আপ্পু রাজা’ নামে প্রকাশিত হয়েছিল)-এ অভিনেতা কমল হাসনের বন্ধুর চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে রয়েছে।

‘অপূর্ব সগোধরারগল’ ছাড়াও ‘নান কদভুল’, ‘অথিসয়া মণিথারগাল’-এর মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছিলেন মোহন। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।