বৃষ্টির অভাবে শুকিয়ে কাঠ কৃষিজমি, দুশ্চিন্তায় মালদার কৃষকরা

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, মালদা: প্রখর দাবদাহ, নেই বর্ষা। যার জেরে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। মালদহের হবিবপুর ব্লক জুড়ে সমস্যায় পড়েছেন কৃষকরা। হবিবপুরের বুলবুলচন্ডির ইংলিশ, ভুয়াডাঙ সহ বিভিন্ন জায়গায় কৃষকেরা জলে জন্য ধান চাষ করতে সমস্যার মধ্যে পড়ছেন।

যে সব এলাকায় সাবমার্শাল রয়েছে সেই সব জায়গায় কিছু ধান লাগানো গেলেও জলের অভাবে এখন ধানের চারা শুকিয়ে গেছে। যে সব জায়গায় সাব মার্সিবেল নেই সেখানে এখনও ধান চাষ করতে পারেননি কৃষকেরা। তাঁরা এখন তাকিয়ে রয়েছেন আকাশে দিকে কবে নামবে বর্ষা।

এই ধানের উপর নির্ভর করেই কৃষকের সারা বছর সংসার চলে আর এই বছরই বৃষ্টির দেখা নেই। জলের অভাবে মাটি ফেটে হা হয়ে রয়েছে। ধানের চারা রোপণ করার পরে জল দরকার হয় সেই জল না পেলে ধানের চারা বাঁচানো অসম্ভব। বৃষ্টির ঘাটতির জেরে কার্যত মাথায় হাত কৃষকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here