ব্রিজ ভেঙে জল সংকটের আশঙ্কা, জেলা শাসকের দফতরে বিজেপির বিক্ষোভ

37

আসানসোল, ২৬ জুলাইঃ আসানসোলের কালাঝরিয়া এলাকায় দামোদর নদীর উপর অবস্থিত পাম্প হাউস সংলগ্ন ব্রিজ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে আসানসোল,রাণীগঞ্জ এবং জামুরিয়া ব্লকের গ্রামীণ অঞ্চলে পানীয় জলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ব্রিজ ভেঙে পড়ার জন্য রাজ্য সরকারের গাফিলতি এবং দামোদর নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনকে দায়ী করেছে জেলা বিজেপি। এই ঘটনার প্রতিবাদে শনিবার এইচ.এল.জি মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করে বিজেপি। পরে তারা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে দ্রুত পদক্ষেপের দাবি জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য্য, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী সহ বহু বিজেপি নেতা ও কর্মী।

পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য্য অভিযোগ করে বলেন,“দামোদর নদে অবৈধ বালি তোলার ফলে নদীর পাড় ক্ষয়ে গেছে এবং প্রশাসনের গাফিলতিতেই এই ব্রিজ ভেঙে পড়েছে। আজ গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে, আগামী দিনে এই সংকট আরও গভীর হবে।”

রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী বলেন,“এটা শুধুমাত্র একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নয়, এটি একটি প্রশাসনিক ব্যর্থতার দৃষ্টান্ত। অবৈধ বালি মাফিয়াদের প্রশ্রয় দিয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে।”

বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে ব্রিজ পুনঃনির্মাণের কাজ শুরু করতে হবে এবং দামোদর নদ থেকে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি।