খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, জলপাইগুড়ি: রাজ্য পর্যায়ের কলা উৎসবে সাফল্য জলপাইগুড়ির। এদিন জলপাইগুড়ির সর্বশিক্ষা মিশনের বিদ্যাসাগর সভা পক্ষে জলপাইগুড়ির দুই কৃতী প্রতিযোগীকে সংবর্ধনা প্রদান করা হয়।
রাজ্য কলা উৎসবে জলপাইগুড়ি শহরের রত্না রায় এবং অদ্রিজা ঘোষ সাফল্য পেয়েছে । তাদেরকে এদিন মিষ্টি মুখ করিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় । এ বিষয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন লেন্দুপ ছোটেন শেরপা জানান, জলপাইগুড়ি দুজন প্রতিযোগী রাজ্য পর্যায়ে কলা উৎসবে সাফল্য লাভ করায় আমরা গর্বিত।