দুঃস্হ খেলোয়াড়কে আর্থিক সাহায্য মালদা জেলা প্রশাসনের

0
16

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, মালদা: দুঃস্থ খেলোয়াড়ের পাশে দাঁড়াল জেলা প্রশাসন। যুব ক্রীড়া দপ্তরের পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া। জেলা প্রশাসনকে পাশে পেয়ে খুশি দশম শ্রেণির পড়ুয়া।

হবিবপুরের ঋষিপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী অদিতি মণ্ডল (১৬)। বাড়ি কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাবা জঙ্গলু মণ্ডল রাজমিস্ত্রীর কাজ করেন। ছোটো থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল অদিতির। জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৪০০ মিটার, ৮০০ মিটার, রানিং ব্রেক জাম্পে একাধিক সাফল্য পেয়েছে সে।

মালদা ও মুর্শিদাবাদে আয়োজিত ম্যারাথন দৌড়েও সাফল্য অর্জন করেছে সে। আর্থিক প্রতিবন্ধকতার জেরে অদিতির প্রশিক্ষণে প্রভাব পড়ছিল। অবশেষে আজ জেলাশাসকের দ্বারস্থ হয়। ব্যক্তিভাবে আর্থিক সাহায্যের পাশাপাশি যুব ক্রীড়া দপ্তরের তরফ থেকেও সাহায্যের আশ্বাস দেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here