খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, শিলিগুড়ি: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বিজেপির দলীয় কার্যালয়। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের চার নম্বর মণ্ডল অফিসে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজেপির মণ্ডল সভাপতি বাপ্পা সাহার অভিযোগ, দলীয় কার্যালয় হওয়ার পর থেকে নানাভাবে তাদের উপর হুমকি আসছিল। এই অগ্নিকাণ্ডের পিছনে শাসক দলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক বাবলু পাল। তিনি জানান, যে কোনও বিষয় নিয়ে শুধু রাজনীতি করাই বিজেপির কাজ।