খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, হায়দরাবাদঃ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে আগুন। শুক্রবার তেলঙ্গানায় মুম্মইপল্লি এবং পাগিড়িপল্লির মধ্যে ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে।
জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার মুখেই আগুন লাগে কামরায়। যাত্রীরা প্ল্যাটফর্মে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকাই এসি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। ট্রেন তখন ছুটছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদেরই মধ্যে একজন চেন টানেন। ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নীচে নামেন। হতাহতের কোনও খবর নেই।
কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। অন্য ট্রেনে করে তাঁদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে। যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন লেগেছে বলে অনুমান।