এনআরএস হাসপাতালে আগুন, ঘটনাস্হলে দমকল

46

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, কলকাতাঃ কলকাতার এনআরএস হাসপাতালে শনিবার সকালে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। এদিন সকাল ৮টায় হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ক্যাথ ল্যাবে ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শর্টসার্কিট থেকেই এই ঘটনা বলে দমকলকর্মীদের অনুমান। তবে রোগীদের কোনও ক্ষতি হয়নি। যদিও এই ঘটনায় রোগী ও রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাসপাতাল থেকে বেরনোর জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

হাসপাতাল সূত্রে খবর, সকাল ৮টায় ক্যাথ ল্যাবের দরজা খুলতে গিয়ে প্রথম ধোঁয়া দেখেন কর্মীরা। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে হাসপাতালে যায় দমকলের দু’টি ইঞ্জিন।

হাসপাতাল সূত্রে খবর, ক্যাথ ল্যাব থেকে রোগীদের ঘর কিছুটা দূরে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে হাসপাতালের কাজ সাময়িক ব্যাহত হয়। আগুন ভয়াবহ রূপ না নেওয়ায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।