খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ অগাস্ট, বালুরঘাটঃ বালুরঘাটের সরকারি দপ্তরে বিধ্বংসী আগুন। শুক্রবার দুপুর তিনটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পিএইচই দপ্তরে। আগুন লাগার ঘটনা সামনে আসতেই দপ্তরের কর্মীরা আগেই বাইরে বেরিয়ে এসেছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকম কর্মীরা। জানা গিয়েছে, দপ্তরে মজুত থাকা প্লাস্টিকে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ধীরে ধীরে গোটা বিল্ডিংয়ে ছড়ায়। ভেঙে পড়ে বিল্ডিংয়ের পিছনের অংশও।
কাছাকাছিই জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের দপ্তর রয়েছে। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর দমকল সূত্রে। অগ্নিকাণ্ডের জেরে বহু সরকারি নথি পুড়ে গিয়েছে। এদিকে যারা অফিসের কর্মী ছিলেন তারা সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। অনেকে তাড়াহুড়ো করে বেরতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে কর্মীদের একাংশের মতে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরেই আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।