খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অগাস্ট, কলকাতাঃ বুধবার সাতসকালে আগুন আতঙ্ক ছড়াল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ মেট্রো স্টেশনের উপরের রিজার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লেগে যায়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ।
খবর পাওয়ার সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে আগুনের জন্য মেট্রোর চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। মেট্রো সূত্রে খবর, সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দমকলকর্মীদের প্রাথমিক অনুমান এসিতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। আগুনে পুড়ে গেছে কাউন্টারের অনেকাংশই। দরকারি অনেক নথি পুড়ে নষ্ট হয়ে গেছে বলে খবর। তবে কর্মীরা যেহেতু সেসময়ে কাউন্টারে ছিলেন না, তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, সকাল আটটায় রিজার্ভেশন অফিস খোলার কথা। কিন্তু তার আগেই আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল। আগুন লাগার সময় অফিসের ভিতরে কেউ ছিলেন না। দোতলায় আগুন লাগলেও সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে তিন তলায়। তবে রিজার্ভেশন অফিস না খোলায় বিপদ বড় আকার নেয়নি।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বিল্ডিংয়ে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।