মুম্বই–বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

50

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, বেঙ্গালুরুঃ মুম্বই–বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন। শনিবার বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর আগুন লাগে। তবে ট্রেনটি খালি থাকায় কেউ হতাহত হননি।  ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকল। জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেনটিতে আগুন লাগে।

জানা গেছে, যাত্রীরা নেমে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খালি ট্রেনে কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে রেল। কামরা থেকে গলগল করে ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। স্টেশন চত্বরে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে ওড়িশার ব্রহ্মপুরে সেকেন্দ্রাবাদ–আগরতলা এক্সপ্রেসে আগুন লাগে। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার ভরওয়াড়ী স্টেশনের কাছে ধোঁয়া দেখা যায় শিয়ালদহ–অজমের এক্সপ্রেসের একটি কামরায়। আবার ওড়িশার নৌপাড়া জেলায় দুর্গ–পুরী এক্সপ্রেসেও আগুন লেগেছিল।