খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ অগাস্ট, কলকাতাঃ আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন লাগল শনিবার সন্ধ্যায়। সূত্রের খবর, শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ট্রেনটি শিয়ালদহ স্টেশন ছাড়ার পরেই ট্রেনের প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীরা চেন টানলে দমদমে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
মাঝপথেই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে থাকেন যাত্রীরা। পরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায় রেলপুলিশ। প্রায় ২০ মিনিট দমদম স্টেশনে দাঁড়িয়ে থাকার পর আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কল্যাণী লোকাল। যাত্রীদের তরফে জানা গিয়েছে, ট্রেনটি কাঁকুড়গাছি স্টেশন ছাড়ার পরে কামরায় থাকা টিএম বাক্সে ধোঁয়া এবং আগুন দেখা যায়।
ট্রেনের মধ্যে আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয় পড়েন যাত্রীরা। ট্রেন দমদম স্টেশনে থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। রেল পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
রেল সূত্রে জানা গেছে, দমদমে ট্রেনটিতে আগুন নেভানোর ব্যবস্থা হয়েছে। কোনও হতাহত বা আহতের খবর আসেনি। রেল পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি। শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক বলে জানা গেছে।