গভীর রাতে ইডেনের ড্রেসিংরুমে আগুন, ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সরঞ্জাম

40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, কলকাতাঃ বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই বুধবার গভীর রাতে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে আগুন লাগল। জানা গিয়েছে, রাত ১১টা ৫০ মিনিট নাগাদ সাজঘরে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। সেই সময় ড্রেসিং রুম মেরামত করছিলেন কয়েকজন কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।

রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পর দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। বড়সড় কোনও ক্ষতি না হলেও সাজঘরের মধ্যে রাখা খেলায়াড়দের সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দমকল সূত্রে খবর। যদিও বর্তমানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে।

ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের এক আধিকারিক বলেন, “শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি।”

বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দু’মাস। ক্রিকেট বিশ্বকাপে ইডেনে মোট ৫টি ম্যাচ হওয়ার কথা। এর মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে এসেছিল আইসিসি-র প্রতিনিধি দল। এদিনের আগুন লাগার ঘটনায় বিশ্বকাপের আগে প্রশ্নের মুখে পড়ল ইডেনের অগ্নিনির্বাপক ব্যবস্থা।