খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, কলকাতা: শহর কলকাতায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল এক দমকলকর্মীকে। বৃহস্পতিবার লেকটাউনের গ্রিনপার্কের ঘটনা।
মৃতের নাম স্নেহাশিস রায় (৩৭) । জানা গিয়েছে, এদিন বিকেলে তিনি যখন তাঁর মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন তখন লেকটাউন গ্রিন পার্ক সারদা পল্লিতে গুলি করে খুন করা হয় তাঁকে। জানা গিয়েছে, এদিন বিকেল সোয়া চারটে নাগাদ বাইকে চড়ে দুষ্কৃতীরা এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, এর আগেও ওই ব্যক্তির ওপর আক্রমণের চেষ্টা হয়েছিল। সেক্ষেত্রে পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটনো হয়েছে কিনা তা জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।