দিল্লির এইমসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

26

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ অগাস্ট, নয়াদিল্লিঃ দিল্লির এইমসে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, সোমবার হাসপাতালের এন্ডোস্কোপি বিভাগে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাসপাতালের তিনতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

দিল্লির এমসের এন্ডোস্কোপি বিভাগটি দোতলায়। তার ঠিক নীচেই হাসপাতালের জরুরি বিভাগ। এদিন বেলা ১২টা নাগাদ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড থেকে দমকলে আগুন লাগার বিষয়ে জানানো হয়। দাউ দাউ করে ধোঁয়া বের হতে দেখেই, তড়িঘড়ি রোগী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের নিরাপদ জায়গা পাঠানো হয়।

ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। দিল্লির দমকল সূত্রে খবর, কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানানো হয়নি। হাসপাতালের ডিরেক্টরও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন।