খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, ভোপাল: সাতসকালে বন্দে ভারত এক্সপ্রেসে আগুন। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে বের করা হয়। ঘটনায় কেউ আহত হননি।
জানা গিয়েছে, নিউ দিল্লির রানি কমলাপতি স্টেশন ছাড়ার পরেই অগ্নিকাণ্ডটি ঘটে। ট্রেনের ১৪ নম্বর কোচের নীচে আগুন ধরে যায়।
রেল সূত্রে খবর, বন্দে ভারতের একটি কোচের ব্যাটারি বক্সে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে ব্যাটারি বক্সে আগুন লাগল তা স্পষ্ট নয়। তা নিয়ে তদন্ত চলছে।