খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, তুফানগঞ্জ: ৩১ নং জাতীয় সড়কের পাশের একটি বিরিয়ানি দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ৬ নং ওয়ার্ডের রামহরি মোড় এলাকায়। ঘটনায় ওই বিরিয়ানি দোকানের লাগানো ফ্লেক্স পুড়ে যায়।
আগুন নেভাতে স্থানীয়রাই প্রথমে চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় পনেরো মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের লিডিং ফায়ার অপারেটর বিষ্ণু সরকার জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।