খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, কলকাতাঃ মধ্যরাতে কাগজের গোডাউনে অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ ৭/১ গুরুদাস দত্ত লেনের একটি কাগজের গোডাউনে আগুন লেগে যায়। কাগজ দাহ্য পদার্থ হওয়ায় দাউদাউ করে ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
ওই গুদামঘরের ভিতর রাতে কর্মচারীরা থাকেন বলে জানা গেছে। এদিন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই তা চোখে পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন প্রাথমিকভাবে। গোডাউন খুলে ঘুমন্ত কর্মীদের বের করে নিয়ে আসা হয়।
খবর দেওয়া হয় দমকলেও। রাস্তা থেকে গোডাউনের দূরত্ব অনেকটাই বেশি ছিল। সরু গলি থাকায় দমকলকে প্রথম পর্যায়ে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। গোডাউনের ভিতরে ছিল সার সার কাগজের কার্টুন। ফলে আগুন অতি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। টানা আড়াই ঘণ্টার চেষ্টাই অবশেষে নেভানো যায় আগুন।
ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ঠিক কীভাবে রাত্রিবেলা গুদামে আগুন ধরে গেল, তাও এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে গিয়েছিল বৌবাজারের একটি রাসায়নিকের গুদামের বেসমেন্টে। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।