খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, মালদা : ‘বিভাজনের রাজনীতির খেলায় মেতেছে বিজেপি। ওরা চাইছে তৃণমূলের ভোট ভাগ হয়ে যাক। তাহলে ওরা সুবিধা করতে পারবে। তারজন্য কংগ্রেস এবং সিপিএমকে ব্যবহার করছে বিজেপি। আসলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এখনও রাতের ঘুম কেড়ে নিয়েছে ওদের। তাই এখন তৃণমূলের ভোট ভাগ করতে মরিয়া বিজেপি, বাম ও কংগ্রেস।’ মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের পাঠানতুলি এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা এসে বিরোধীদের এভাবেই তুলোধুনো করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন মালদা জেলা পরিষদের ইংরেজবাজারের ৩২ নম্বর আসনের প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে প্রচার চালান মন্ত্রী। এছাড়াও অন্যান্য প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের তৃণমূলের এই জনসভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকসি, দলের জেলার চেয়ারম্যান সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের তৃণমূল দলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, প্রতিভা সিংহ, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার তথা দলের জেলার সহ-সভাপতি বাবলা সরকার প্রমুখ। তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শুরু হতেই ব্যাপক বৃষ্টি নেমে যায়। সেই বৃষ্টি উপেক্ষা করেই বেশ কিছুক্ষণ দলে দলে তৃণমূলের কর্মী, সমর্থকেরা ফাঁকা মাঠে দাঁড়িয়ে মন্ত্রীর বক্তব্য শোনেন। যদিও বৃষ্টির জন্য বেশিক্ষণ বক্তব্য রাখেননি মন্ত্রী ফিরহাদ হাকিম।