খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, দিনহাটা: দিনহাটার গিতালদহে আবারও চলল গুলি। মঙ্গলবার রাতে ফের গিতালদহের ভোরাম গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন দিনহাটা- গিতালদহ ১ নং পঞ্চায়েতের তৃনমূল প্রার্থী এবং ওই এলাকার বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহিনুর। তাঁর পেটে গুলি লাগে। তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি।
তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের অভিযোগ, গোটা ঘটনার পেছনে রয়েছে বিজেপি। যদিও বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তাঁর দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।