হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু যাদবপুরের পড়ুয়ার, তদন্তে পুলিশ

0
17

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ছড়িয়েছে। মৃতের নাম স্বপ্নদীপ কুন্ডু(১৮)। বাংলা বিভাগের ছাত্র ছিলেন তিনি। নদিয়ার হাঁসখালির বগুলা এলাকায় বাড়ি ছিল স্বপ্নদীপের।

পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ‘এ’ ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে কোনও ভাবে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

হস্টেলের অন্য পড়ুয়াদের দাবি, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা ভারী কিছু পড়ার শব্দ পান। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্বপ্নদীপ। সহপাঠীদের দাবি, গতকাল হস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। এরপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে অধ্যাপকদের একাংশের অভিযোগ, ব়্যাগিংয়ের শিকার হয়েই আত্মহত্যা করেছেন স্বপ্নদীপ। এই অভিযোগের পরেই পড়ুয়ার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশায় পুলিশ। তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড ও সেল।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই যাদবপুরের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন স্বপ্নদীপ। কিন্তু প্রথম দিনের ক্লাসে উপস্থিত ছিলেন না। বুধবার রাতে এই ঘটনা ঘটায় তাঁর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়ে উঠেছে। সূত্রের খবর, হস্টেলে স্বপ্নদীপের কোনও সমস্যা হচ্ছিল। রাত দশটা নাগাদ বাবাকে ফোন করে তিনি বলেছিলেন তাঁকে নিয়ে যেতে। তিনি হস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here