খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই: মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত মৎস্যজীবী। শনিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত বসিরহাট মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম দিলীপ মণ্ডল (৫৮)। ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কুলগাছি গ্রামের একটি মেছোভেরিতে মাছ ধরতে গিয়েছিলেন দিলীপ মণ্ডল এবং বিকাশ মণ্ডল। সেখানেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় তাঁরা। তারপরেই স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দিলীপবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এমনকি এই ঘটনায় আহত বিকাশবাবু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।