জাল ও নিম্নমানের স্যালাইন ব্যবহার বন্ধ করা ও স্যালাইন সরবরাহকারীদের শাস্তির দাবিতে কোচবিহারের সিএমওএইচ-কে স্মারকলিপি দিল এফএমআরএআই    

34

কোচবিহার, ১৪ জানুয়ারিঃ জাল স্যালাইন ব্যবহার করে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যু ও অসুস্থ বহু রোগী। সেই অভিযোগ তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেসেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির। এদিন কোচবিহার সাগরদীঘি সংলগ্ন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে বিক্ষোভ করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেসেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির সদস্যরা।

তাদের দাবি, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জাল স্যালাইন ব্যবহার করে প্রসুতির মৃত্যু ঘটেছে এবং বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ রয়েছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সেই জাল স্যালাইন ব্যবহার চলছে তা বন্ধ করতে হবে। এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। সেই কারনে আজকে আমাদের এই কর্মসূচি বলে জানান ওই সংগঠনের সদস্যরা।

এদিন এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেসেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির এক সদস্য জানান, আজকে আমাদের স্মারকলিপি দেওয়ার প্রধান কারন হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে জাল স্যালাইন ব্যবহার করার ফলে প্রসূতির মৃত্যু হয়েছে। যে ভাবে রাজ্যের বিভিন্ন মেডিক্যালে জাল এবং নিম্ন মানের স্যালাইন ব্যবহার করছেন। তার থেকে বোঝা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে যে দুর্নীতি হচ্ছে। তার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আজ আমরা সি এম ও এইচকে জানালাম যারা প্রকৃত কাল পিট রয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা করা হয়। সেই লক্ষ্যেই আমরা আজ স্মারকলিপি দিলাম।