খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, কলকাতাঃ প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরের ঘটনা।
জানা গিয়েছে শনিবার সন্ধেয় পাঁচঘরা ক্ষীরিসতলায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় একাংশে। সেই সময় সেখানে কাজ করছিলেন কর্মীরা। ধোঁয়া দেখতে পেয়েই দ্রুত বাইরে বেরিয়ে আসেন সকলে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল।
আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের আটটি ইঞ্জিন সেখানে আসে। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা এখনও জানা যায়নি। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবর না থাকলেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।